ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি শাসনের দিকে দিল্লি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩
রাষ্ট্রপতি শাসনের দিকে দিল্লি!

কলকাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের দুই দিন পরেও সরকার গঠন নিয়ে নিয়ে জট না কাটায় রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দিল্লি।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টি (এএপি)  জানিয়েছে, তাদের কাছে প্রয়োজনীয় বিধায়ক না থাকায় তারা মন্ত্রিসভা গঠন করবেন না।



বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগি আকালি দল মিলে ৩২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অন্যদিকে, দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের এএপি  পেয়েছে ২৮টি আসন।

দুই দলই নিজেদেরকে পুন:নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। বিজেপি দাবি করেছে, ২০১৪ সালের লোকসভা ভোটের সাথে আবার বিধানসভা ভোটগ্রহণ করা হোক।

রাজনীতি বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এই অবস্থা বহাল থাকলে নির্বাচনের আগের সময় পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে।

তবে, দিল্লির হাওয়ায় অনেক জল্পনাই উড়ে বেড়াচ্ছে। কারও কারও মতে, জনলোকপাল বিল আনার প্রতিশ্রুতি দিলে এএপি  বিজেপিকে সমর্থন করতে পারে। কিন্তু এই খবরের কোনো সত্যতা স্বীকার করেনি এএপি।

বাংলাদেশ সময়:  ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।