ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সবজি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩
চীনে সবজি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন প্রদেশে কৃষকদের এক সবজি মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।



মঙ্গলবার দিবাগত রাত ১ট‍া ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগ থেকে জানানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এক হাজার মিটার বর্গাকার মার্কেটটিতে লাগা এ আগুন নেভাতে ১৪৫ জন অগ্নিনির্বাপন কর্মী দুইঘণ্টা ধরে কাজ করেন।

স্থানীয় অগ্নিনির্বাপন ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন গংমিং জেলার রঙজিয়াং কৃষক মার্কেটে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়। বুধবার সকাল থেকে মার্কেটটি বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।