ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা ব্যক্তি পোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩
টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বর্ষসেরা ব্যক্তি পোপ

ঢাকা: প্রখ্যাত টাইম সাময়িকীর দৃষ্টিতে ‘পারসন অব দ্য ইয়ার ২০১৩’ নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস।

বুধবার সকালে এ ঘোষণা দেয় টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ।

ফলে ম্যাগাজিনটির এ বছরের বিখ্যাত লাল রেখা ঘেরা প্রচ্ছদে শোভা পাবে পোপ ফ্রান্সিসের হাস্যোজ্জ্বল ছবি।

২০১৩ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণার জন্য এ সপ্তাহের শুরুতে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ম্যাগাজিন কর্তৃপক্ষ। বলাই বাহুল্য চলতি বছর বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে আলোচিত ব্যক্তিরাই স্থান পেয়েছিলেন ওই তালিকায়।

শেষ পর্যন্ত টাইম ম্যাগাজিনের সম্পাদক পরিষদ বর্ষসেরা ব্যক্তি হিসেবে ২৬৬ তম পোপ ফ্রান্সিসকেই নির্বাচন করে।

বর্ষসেরা হওয়ার দৌড়ে পোপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিআইএ‘র আলোচিত সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

৫ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনকর্মী এডিথ উইন্ডসর।

পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের প্রথম অ-ইউরোপীয় পোপ।   দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন যুগান্তকারী ও সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেন তিনি।


বিশেষ করে চার্চে নারী নেতৃত্ব, সমকামিতার ব্যাপারে অপেক্ষাকৃত উদার অবস্থান গ্রহণ করে এবং দারিদ্র্য ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি আলোচিত হন।
এছাড়া ভ্যাটিকান সিটির আর্থিক বিষয়গুলোর স্বচ্ছতার ওপর জোর দেওয়ার জন্যও ব্যাপক প্রশংসিত হন তিনি।

পোপ ফ্রান্সিস তৃতীয় পোপ যিনি টাইমের দৃষ্টিতে বর্ষসেরা নির্বাচিত হলেন। এর আগে ১৯৬২ সালে পোপ ত্রয়োবিংশ জন প্রথম এবং ১৯৯৪ সালে পোপ জন পল দ্বিতীয় পোপ হিসেবে টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন।

আগের পোপ ষোড়শ বেনেডিক্ট স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিলে, গত ২০ মার্চ রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার পদে অভিষিক্ত হন পোপ ফ্রান্সিস। তার আসল নাম কার্দিনাল হোর্হে মারিও বেরগোগলিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্ম ‍নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।