ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছোট আকারের গ্রহের সন্ধান পেয়েছে নাসা

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
ছোট আকারের গ্রহের সন্ধান পেয়েছে নাসা

ওয়াশিংটন : সৌরজগতের বাইরে অতি ক্ষুদ্র একটি গ্রহের সন্ধান পেয়েছে নাসা। পর্বতময় ওই গ্রহটি পৃথিবীর মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।

তবে গ্রহের তাপমাত্রা অতিমাত্রায় বেশি যা জীবন ধারণের উপযুক্ত নয়। সোমবার মহাকাশ সংস্থাটি এ তথ্য জানায়।

অতি ক্ষুদ্র এই গ্রহটির নাম রাখা হয়েছে কেপলার-১০বি। এটি সৌরজগতের বাইরে এ পর্যন্ত আবিস্কৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ছোট। নাসার কেপলার মহকাশযান গ্রহটি শনাক্ত করে।  

এটি পৃথিবীর ১ দশমিক ৪ ভাগ এবং একটি নক্ষত্রকে কেন্দ্র করে একদিনেরও বেশি সময়ে একবার ঘুরে আসে।

নাসার বিজ্ঞানী নাতালি বেটালা জানান, কেপলার-১০বি যে বাসযোগ্য নয় তা আমরা নির্ধারণ করতে পেরেছি। গ্রহটির দিনের তাপমাত্রা ২ হাজার ৫০০ ফারেনহাইটের চেয়েও বেশি। এই তাপমাত্রা লোহা গলিয়ে দেয়। পৃথিবীর মতো বাসযোগ্য আবাসস্থল সেটা নয়। এতে কার্বণের মতো কোনো পদার্থের সন্ধান মেলেনি। অণু সংমিশ্রনে গঠিত আরএনএ এবং ডিএনএ ওই তাপমাত্রায় থাকতে পারে না।

নাসার কেপলার কর্মসূচির বিজ্ঞানী ডগলাস হুডজিনস জানান, পৃথিবীর মতো গ্রহের সন্ধান খুবই তাৎপর্যপূর্ণ। যদিও গ্রহটি বসবাস যোগ্য নয়, তবু এটি একটি সাফল্য।

সান জোসে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নাসার কেপলার মিশনের উপপ্রধান বাটালাহ জানান, এক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুর্ণায়মান গ্রহের সন্ধান অন্যতম সাফল্য। তবে আমরা এর সম্পর্কে এখনো অনেক কিছু জানতে পারিনি।

কেপলার নাসার প্রথম মহাকাশ যান যা একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এমন গ্রহের সন্ধান দিয়েছে।

কেপলার ২০০৯ সালে অনেক বড় আকৃতির একটি ক্যামেরা নিয়ে যাত্রা শুরু করে। ২০১২ সালের নভেম্বর মাস পর্যন্ত এটি মহাকাশ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।