ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটো কার্যালয়ের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, ডিসেম্বর ১২, ২০১৩
আফগানিস্তানে ন্যাটো কার্যালয়ের সামনে বিস্ফোরণ

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর প্রধান কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।



বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে দ্যা ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএফ) নিশ্চিত করেছে।

তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

এর আগে গত বুধবার কাবুল বিমানবন্দরের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।