সিডনি: অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় টুউম্বা শহরে মঙ্গলবার নয়জন নিহত এবং ৬৬ জন নিখোঁজ রয়েছে। বন্যার অস্ট্রেলিয়ার শহরের অবস্থা অভ্যন্তরীণ সুনামির ভয়াবহতার সঙ্গে তুলনা করা হয়েছে।
নিহতের মধ্যে ৪টি শিশু। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই রাস্তায় গাড়ি চালানোর সময় বন্যার তোড়ে ভেসে গেছে।
কুইন্সল্যান্ড প্রদেশের সরকারপ্রধান আনা ব্লাই আশংকা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শতশত ঘরবাড়ি তলিয়ে গেছে। এছাড়া আরও কয়েক হাজার বাড়ির বাগান পর্যন্ত পানি ঢুকেছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
টুউম্বা শহরের মেয়র পিটার টেলর বলেন, ভারী বষর্ণের কারণে অল্প সময়ের মধ্যেই শহর বন্যা প্লাবিত হয়েছে। তিনি বলেন অনেকে এটাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন।
সামরিক বাহিনীর চারটি হেলিকপ্টার দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লকিয়ার অঞ্চল থেকে বন্যা দুগর্তদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে, এই বন্যাকে সবচেয়ে খারাপ প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করা হচ্ছে যার কারণে রাজ্যের ৪০টি শহরের মধ্যে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উল্লেখ্য, বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে দেশটির গম উৎপাদন উল্লেখযোগ্য হারে কম হচ্ছে। অস্ট্রেলিয়া বিশ্বের চতুর্থ গম রপ্তানি কারক দেশ। গম উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশেষজ্ঞরা বিশ্ব বাজারে গমের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১