ঢাকা: সমকামী বিয়ের বৈধতা দিয়ে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির (এসিটি) আইন বাতিল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার একটি হাইকোর্ট। বৃহস্পতিবার সমকামী বিয়ের আইন বাতিলের ঘোষণা দেওয়ার পাশাপাশি হাইকোর্ট বলেছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট।
গত অক্টোবরে অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়ে একটি আইন পাস করে এসিটি।
কিন্তু আইনটি চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি কেন্দ্রীয় সরকারের।
গত সাপ্তাহিক ছুটি থেকে আইনটি কার্যকর হওয়ার পর থেকে বেশ কয়েকটি বিয়ের ঘটনা ঘটে। কিন্তু হাইকোর্টের রায়ে আইনটি বাতিল হওয়ায় তাদের বিয়েও অবৈধ হলো।
২০১২ সালের সেপ্টেম্বরে সমকামী বিয়ের ব্যাপারে ভোটো দেয় পার্লামেন্টে। তারপরও সমকামী বিয়ে বৈধতা দিয়ে আইন পাস করে এসিটি। এসিটির আইনে এসিটিভুক্ত অঞ্চল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার নাগরিকদের এ স্বাধীনতা দেওয়া হয়। ক্যানবেরার নাগরিকরা যেকোনো রাজ্যে বসবাস করলেও তারা এ অধিকার ভোগ করবে-এমন বিধান ছিলও আইনটি।
ক্যানবেরারর হাইকোর্ট সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার এসিটির আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন। জাতীয় পর্যায়ের আইনের সঙ্গে এ আইন পাশাপাশি চলতে পারে না।
এক বিবৃতিতে আদালত জানান, সমলিঙ্গের বিয়ের অনুমতি দেওয়া উচিত কিনা তা কেন্দ্রীয় সরকারের দেখার বিষয়।
তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সমকামী ও তাদের সমর্থনকারীরা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com