ঢাকা: অবশেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বৃহস্পতিবার সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ইইউ সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে ব্রাসেলসে এক বৈঠকের পর এ কথা জানান তিনি।
চুক্তিতে সই না করার জন্য প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে দায়ী করে আসছে আন্দোলনকারীরা। তবে অ্যাস্টন তাদের নিশ্চিত করেন যে, ইয়ানুকোভিচ ওই চুক্তিতে সই করতে চেয়েছেন।
তবে ইয়ানুকোভিচ কবে এ চুক্তিতে সই করবেন এ ব্যাপারে কিছু জানান তিনি।
অ্যাস্টন জানিয়েছেন, বৈঠকের সময় ইউক্রেনের ‘স্বল্পমেয়াদী অর্থনৈতিক সংকট’ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন প্রেসিডেন্ট।
গত ২৮ ও ২৯ নভেম্বর লিথুয়ানিয়ায় ইইউর তৃতীয় পূর্ব ইউরোপীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করাই এ সম্মেলনের লক্ষ্য ছিল। আর এ সম্মেলনের মাধ্যমেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেনের সঙ্গে ইইউর একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর