ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিড়ালের ভুরিভোজে দেড় কোটি টাকা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
বিড়ালের ভুরিভোজে দেড় কোটি টাকা চুরি!

ঢাকা: বিড়ালের ভুরিভোজের জন্য এক বছরে ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার চুরি করেছেন জাপানের এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা।

অবাক করা এ ঘটনাটি পশ্চিম জাপানের ইজুমি শহরে ঘটেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির পুলিশ।  
মামোরু দেমিজু (৪৮) নামের ওই ব্যক্তি নগদ অর্থ ও অলঙ্কার চুরি করতে এক বছরে অন্তত ৩২টি বাড়ির সিঁধ কেটেছেন।

দেমিজু পুলিশকে জানিয়েছেন, তিনি তার বিড়াল বন্ধুদের খাওয়ানোর জন্যই চুরি করেছেন। বিড়ালদের খাওয়াতে তার প্রতিদিন প্রায় সাড়ে ১৯ হাজার টাকা খরচ হত।

তিনি যখন বিড়ালদের আদর করতেন, বিড়ালের শরীরের সঙ্গে তার গাল ঘষতেন, তখন তিনি নিজেকে সবচেয়ে সুখী মনে করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বেকার দেমিজু বাড়িতে একটিমাত্র বিড়াল পুষতেন। কিন্তু আশেপাশের অন্তত ১০০ বিড়ালকে প্রতিদিন খাওয়াতেন তিনি।

আর সে খাবারও যেনতেন খাবার নয়। রীতিমতো রাজকীয় খাবার। বিড়ালদের প্রতিদিন তাজা মাছ আর মুরগি খাওয়াতেন দেমিজু।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।