ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে গণভোট: তৃতীয় দিনেও দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
সুদানে গণভোট: তৃতীয় দিনেও দীর্ঘ লাইন

জুবা: সাউথ সুদান পৃথক রাষ্ট্র হবে কি না এমন সিদ্ধান্ত নিতে আয়োজিত চলমান গণভোটের তৃতীয় দিনেও মঙ্গলবার দেশটির নাগরিকরা ভোট দেওয়ার জন্য ভীড় করছেন।

মঙ্গলবার গ্রিনিচ সময় ০৫০০টায় সাউথ সুদানের রাজধানী জুবার প্রধান ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে সেখানে লম্বা লাইন দেখা গেছে।



রোববার থেকে শুরু হওয়া এই গণভোট চলবে সাতদিন ধরে। ভোটগ্রহণের প্রথমদিনে প্রায় ৬০ শতাংশ লোক স্বাধীনতার বৈধতা চেয়ে ভোট প্রদান করে। দ্বিতীয় দিন সোমবারেও দেখা যায়, মানুষ লম্বা লাইন ধরে ভোট দিচ্ছে।

সাউথ সুদানের গণভোট কমিশন সোমবার জানায়, ভোটগ্রহণের প্রথমদিন ৩ কোটি ৯৩ লাখ নিবন্ধনকারীর মধ্যে ২০ শতাংশই ভোট দিয়েছে। এর মধ্যে বেশিরভাগই সাউথ সুদানের।  

উল্লেখ্য, সাউথ সুদানের কর্তৃপক্ষ ২০০৫ এর শান্তিচুক্তি অনুযায়ী নর্থ সুদান থেকে বিচ্ছিন্ন অথবা স্বাধীন হতে গণভোটের আয়োজন করেছে। সাউথ এবং নর্থের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘর্ষের কারণে ২০ লাখের মতো লোক নিহত হয়েছে। এ কারণে সাউথ স্বাধীন হয়ে যাওয়াকেই প্রত্যাশা করছে ।

এদিকে, সুদানের নর্থ এবং সাউথের সীমান্তবর্তী জেলা অ্যাবিতে আরব বেদুঈন এবং আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে শুক্রবার ৩৩ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।