অ্যারিজোনা: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কংগ্রেসের নারী সদস্যকে গুলি করে হত্যাচেষ্টা, ছয়জনকে হত্যা এবং ১২ জনকে আহত করার অভিযোগে গ্রেপ্তারকৃত জ্যারেড লাফনারকে মঙ্গলবার অঙ্গরাজ্যের কেন্দ্রীয় আদালত ফিনিক্সে হাজির করা হয়েছে।
১৩ মিনিট ব্যাপী মামলাটির শুনানী হয় ।
লাফনারকে আদালতে হাজির করার জন্য সোমবার থেকে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়। মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়েছে, চলতি মাসের ২৪ তারিখ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার নিহতেদেও স্মরণে এক মিনিট নিরবতা পালনের আহ্বান জানান। তিনি হোয়াইট হাউসে এই নিরবতা পালনের সময় বলেন, ‘আমাদেরকে নিশ্চিত হতে হবে আমরা দেশের জন্য একসঙ্গে কাজ করব । ’
প্রশাসনিক কর্মকর্তারা জানান, অ্যারিজোনার গুলিতে নিহতদের উদ্দেশ্যে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওবামা বুধবার অ্যারিজোনাতে যাবেন।
উল্লেখ্য, শনিবার অ্যারিজোনার টুসান অঞ্চলে একটি সুপারমার্কেটের সামনে উন্মুক্ত সমাবেশ চলাকালে একজন বন্দুকধারী গুলি করা শুরু করে। এতে ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি গ্যাব্রিয়েল গিফোডর্স মাথায় গুলিবিদ্ধ হন। পরে বন্দুকধারী ভীড়ের মধ্যে এলোপাথারি গুলি চালালে একজন ফেডারেল জজ এবং নয়বছরের মেয়ে শিশুসহ ছয়জন নিহত এবং আরও ১২ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১১