ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন ক্ষেপণাস্ত্রে প্রাণ গেলে ১৩ বরযাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, ডিসেম্বর ১৩, ২০১৩
ইয়েমেনে মার্কিন ক্ষেপণাস্ত্রে প্রাণ গেলে ১৩ বরযাত্রীর

ঢাকা: ইয়েমেনে বরযাত্রীবাহী গাড়ি বহরের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ বেসামরিক নাগরিক। মনুষ্যবিহীন বিমান (ড্রোন) থেকে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।



বৃহস্পতিবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের কাইফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বরযাত্রীবাহী গাড়িগুলোকে আল কাযেদা যোদ্ধাবাহী কনভয় মনে করে ড্রোন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ফ্রান্সের এপি নিউজ এজেন্সিকে জানায় একটি সামরিক সূত্র। গত সোমবারও ইয়েমেনের পূর্বাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হন।

আল-কায়েদা দমনে ইয়েমেনে অনেকদিন ধরেই ড্রোন অভিযান চালিয়ে আসলেও কখনই প্রকাশ্যে এ ব্যাপারে মন্তব্য করে না যুক্তরাষ্ট্র।

তবে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযানের তীব্র সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে এ পর্যন্ত শত শত বেসামরিক নিরীহ লোকের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।