আবিদজান: আইভরি কোস্টে চলমান অচলাবস্থা নিরসনে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হতো, যদি ক্ষমতাসীন লুরা বাগবো প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতেন। জাতিসংঘে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত ইউসুফু বামবা এ তথ্য জানান।
ইউসুফু বিবিসির হার্ডটক অনুষ্ঠানে বলেন, অ্যালাসান ওয়াতাওয়া নভেম্বরের নির্বাচনের পর বাগবোর সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলেন, শুধুমাত্র যৌথ মন্ত্রিসভা গঠনই একমাত্র নির্বাচনের ফলাফলের সমাধান।
ইউসুফু বলেন, বাগবো হেরে গেছেন। এটা তাকে স্বীকার করতে হবে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া নির্বাচনে জয়ী ওয়াতাওয়া ইউসুফুকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।
উল্লেখ্য, আইভরি কোস্টে ২৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী অ্যালাসান ওয়াতাওয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় জয়ী ঘোষণা করলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান লুরা বাগবো। এরপর থেকেই দেশটির পশ্চিমে জাতিগত সহিংসতা দেখা দেয়।
মধ্য ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট পদ নিয়ে শুরু হওয়া সহিংসতায় আইভরি কোস্টে এ পর্যন্ত কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১