লিওন: সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবের ৪৭ জন আল-কায়েদা সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার সতর্কতা জারি করেছে ইন্টারপোল।
এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিকভাবে অভিযুক্ত এই ৪৭ জনের জন্য ইন্টারপোলের কাছে সর্বোচ্চ সতর্কর্তা (রেড নোটিশ) জারি করার অনুরোধ জানায় সৌদি আরব।
‘রেড নোটিশ’ এর মধ্য দিয়ে মূলত সন্দেহভাজনদের খুঁজে বের করা, তাদের গ্রেপ্তার ও হস্তান্তরের জন্য তথ্য দিয়ে সাহায্য করার জন্য ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ইন্টারপোল জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে আল-কায়েদার জড়িত থাকার সৌদি আরবের এ সন্দেহভাজন ব্যক্তিরা দেশ ও দেশের বাইরের জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ’
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১