ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্নোডেনকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
স্নোডেনকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

ঢাকা: মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।



মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ)
চুক্তিভিত্তিক সাবেক এই কর্মী মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট ও জনগণের ওপরে মার্কিন গোপন নজরদারির তদন্তে সহায়তা করার প্রস্তাব দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ফোলহা দে এস পাওলো জানিয়েছে, গত জুনে স্নোডেনের অনলাইনে গোপন নজরদারির তথ্য ফাঁস করার ব্যাপারে ব্রাজিল সরকারের কোনো আগ্রহ নেই। আর স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো ইচ্ছাও নেই সরকারের।

এদিকে ফোলহা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে স্নোডেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফসহ ব্রাজিলে এনএসএর গোপন নজরদারির তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছেন।    

চিঠিতে তিনি বলেন, যা সঠিক ও আইনসম্মত সে ব্যাপারে সহায়তার জন্য আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে যুক্তরাষ্ট্র আমার সামর্থ্যকে সীমিত করতে কঠোর পরিশ্রম করছে।

তিনি বলেন, কোনো দেশ স্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করার আগপর্যন্ত মার্কিন সরকার আমার কথা বলার সামর্থ্যের ওপর বারবার হস্তক্ষেপ করবে।

এর আগেও স্নোডেন ব্রাজিলে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে বলেছিলেন। কিন্তু তার অনুরোধের কোনো উত্তর দেয়নি ব্রাজিল। তিনি এখন সাময়িকভাবে রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আগামী আগস্টেই তার মেয়াদ শেষ হয়ে যাবে।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশে এনএসএর গোপন নজরদারি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এই নজরদারির কারণেই রৌসেফ অক্টোবরে ওয়াশিংটন সফর বাতিল করেন।

এনএসএ রৌসেফের ব্যক্তিগত ই-মেইল, মোবাইল ফোন ও রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি পেট্রোবাসের নেটওয়ার্ক হ্যাক করেছে, তাদের এই হ্যাক করার প্রমাণও রয়েছে। ব্রাজিল কংগ্রেসের কয়েকজন সদস্য এ ব্যাপারে স্নোডেনের সাক্ষাৎকার নেওয়ার জন্য রাশিয়ার কাছে অনুমতি চেয়েও কোনো জবাব পাইনি।

এদিকে, এক টুইটার বার্তায় দেশটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট চেয়ারম্যান রিকার্ডো ফেররাকো বলেন, ব্রাজিলের উচিত হবে না স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারটি আগ্রাহ্য করা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।