ঢাকা: চুক্তি সইয়ের ব্যাপারে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পেতে ব্যর্থ হয়ে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য চুক্তি অগ্রগতির কাজ স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাণিজ্য চুক্তি সই না করার ব্যাপারে রাশিয়া থেকে ক্রমাগত চাপ থাকা সত্ত্বেও ইইউ ও ইউক্রেন জানিয়েছিল তারা চুক্তি সইয়ের ব্যাপারে সমঝোতা আলোচনা চালিয়ে যাবে।
এদিকে, আবারও ইয়ানুকোভিচ চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হওয়ায় রাজধানী কিয়েভে বিক্ষোভ করছে ১০ হাজার আন্দোলনকারী।
সরকার সমর্থকদের সমাবেশের পাশেই বিক্ষোভ করছে সরকার বিরোধীরা। তাই যেকোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে বলে কিয়েভ থেকে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক ডেভিড স্টের্ন।
গত চার সপ্তাহ ধরে চলমান বিক্ষোভকে ২০০৪ সালের অরেঞ্জ বিপ্লবের পর ইউক্রেনের সবচেয়ে বৃহত্তম আন্দোলন বলে মনে করা হচ্ছে।
গত মাসে ইইউয়ের সঙ্গে শেষ সময়ে চুক্তি না করায় সমালোচনায় পড়ে ইউক্রেন সরকার। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা, শুরু হয় আন্দোলন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্যই ইইউর সঙ্গে চুক্তিতে জড়ায়নি রুশপন্থি সরকার।
- অচলাবস্থা নিরসনে আলোচনায় বসছে ইউক্রেন সরকার
ইউক্রেনের সংকট নিরসনে আলোচনায় সম্মত প্রেসিডেন্ট
ইউক্রেনে ব্যারিকেড তৈরি করে ফের আন্দোলনে বিক্ষোভকারীরা
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর