ঢাকা: পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করবে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। পূর্ব এশিয়ার স্থায়ী উন্নয়নের অগ্রগতির মাধ্যমে পরিবেশগত উন্নতিতে যৌথভাবে কাজ করবে এ তিন দেশ।
চীনের মধ্য হেবেই প্রদেশের শিয়ানঘে কাউন্টিতে দুই দিনব্যাপী এক সম্মেলন শেষে এ সিদ্ধান্ত নেয় পূর্ব এশিয়ার এই তিন দেশ। সম্মেলনে তিন দেশের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। সম্মেলনে তারা হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদন অনুসারে, চীনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিক এক্সচেঞ্জের ভাইস চেয়ারম্যান ওয়াং চুনঝেং বলেন, উত্তরপূর্ব এশীয় দেশ- চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একসঙ্গে দায়িত্ব পালন করবে আবার একসঙ্গে এর সুবিধা ভোগ করবে।
তিনি বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার আধুনিক প্রযুক্তি রয়েছে। তাদের শক্তি সঞ্চয়, পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ রোধে পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো কিতেরা বলেন, জলবায়ু পরিবর্তনসহ বায়ু, পানি ও মাটি দূষণের মতো পরিবেশগত বিষয় মানুষের অস্তিত্বকে নাড়া দিচ্ছে। এ অবস্থায় সব জাতিকে একসঙ্গে এ সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে।
তিনি বলেন, পূর্ব এশিয়ার দূষণের ঝুঁকি রোধে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার একসঙ্গে কাজ করা প্রয়োজন।
বেইজিংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা চেয়ং ইয়ং রক বলেন, পূর্ব এশীয় জাতিগুলোকে পরস্পরের কাছ থেকে শিখতে হবে। ধোঁয়াশা লাঘবে কৌশল নির্ধারণ করতে হবে।
চীনে কয়েক মাস ধরেই দীর্ঘস্থায়ী ধোঁয়াশার কারণে যানজট দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর