ঢাকা: আফগানিস্থান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। উরুজগান প্রদেশের প্রধান ঘাঁটি তারিন কাটে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ঘোষণা দেন, অস্ট্রেলীয় সৈন্যদের শেষ ব্যাচটি বাড়ির পথে রওনা দিয়েছে।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন হওয়ার পর থেকে দেশটিতে অবস্থান করে আসছিল অস্ট্রেলীয় সৈন্যরা। তারা ২০০৫ সাল থেকে আফগানিস্তানের উরুজগান প্রদেশের তারিন কট ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান করে আসে।
তালেবান সরকারের পতন ঘটানোর পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আইন-শৃঙ্খলায় রক্ষায় সেখানে থেকে যায় বিদেশি সৈন্যরা।
২০০১ সাল থেকে আফগানিস্তানে যেসব সৈন্য দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
তিনি বলেন, ‘আমরা জানি যে, তাদের চরম মূল্য দিতে হয়েছে। ’
আফগানিস্তানে ৪০ সেনা নিহত ও ২৬১ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানান তিনি। হতাহতদের অবদান ব্যর্থ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গত এক দশক আগের চেয়ে আজকের উরুজগানের পার্থক্য অনেক এবং অনেক ভালো। ’
এক বছর ধরে উরুজগানের নিরাপত্তা দেখভাল করছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। ২০১৪ সালের মধ্যে প্রায় সব বিদেশি সৈন্য আফগানিস্তান ত্যাগ করতে পারে। আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই বিদেশি সৈন্য তার দেশের পক্ষে নন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর