ঢাকা: চীন মোকাবিলায় নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির অনুমোদন দিয়েছে জাপানের মন্ত্রিসভা। এই অনুমোদন অনুসারে, আগামী পাঁচ বছর মানুষবিহীন বিমান (ড্রোন), সামরিক অভিযানে সক্ষম উভচর বিমানসহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র কিনবে জাপান।
পূর্ব চীন সাগরে সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সঙ্গে বিতর্কে জড়ানোর পরে এমন সিদ্ধান্ত নিল জাপান। এই দুই দেশই ওই দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে আসছে।
মন্ত্রিসভার অনুমোদন অনুসারে, বিতর্কিত দ্বীপসমূহকে নিজেদের আয়ত্ত্বাধীন করতে নতুন একটি মেরিন সেনাদলও গড়ে তুলবে জাপানের সামরিক বাহিনী।
গত এক দশকের মধ্যে জানুয়ারিতে প্রথম প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ায় জাপান। এক বছর আগে নির্বাচিত জাপানের প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে সামরিক বাহিনীর কার্যক্রম বাড়ানোর কথা বলেন। এ সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল অনুমোদন জাপানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিকে এর জনগণ ও বিশ্বের কাছে ‘পরিষ্কার ও স্বচ্ছ করেছে’।
বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীনের দাবির দৃঢ়তা প্রকাশ ও দেশটির প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পর জাপানের এ পদক্ষেপ পূর্ব এশিয়ার সংকটের আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
কেএইচকিউ