ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. সুদানে সংঘর্ষে ৬০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
দ. সুদানে সংঘর্ষে ৬০ সেনা নিহত

ঢাকা: দক্ষিণ সুদানের রাজধানী জুবায় গত দু’দিনে সংঘর্ষে অন্তত ৬০ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক হাসপাতালের চিকিৎসকরা।

গত মঙ্গলবার দেশটিতে সহিংসতার শুরু হয়।

এ ঘটনার একদিন আগে দেশটির সরকার জানিয়েছিল তারা একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

এদিকে, সহিংসতার ঘটনায় সহস্রাধিক মানুষ রাজধানীতে অবস্থিত জাতিসংঘের দু’টি ভবনে আশ্রয় নিয়েছে।

সোমবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সালভা খির দাবি করেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুসারী সেনারা অভ্যুত্থানের চেষ্টা করলে সেটা নস্যাৎ করে দেওয়া হয়।

তিনি বলেন, রোববার রাতে সরকারি দলের একটি বৈঠকে গুলিবর্ষণ করে উর্দিধারী কয়েকজন ব্যক্তি। তাদের সাবেক বিদ্রোহী গোষ্ঠী সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) সদস্য বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ভবন ও রাজধানী জুবার কয়েকটি জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সামরিক হাসপাতালের ডাক্তার আজাক বুল্লেন বলেন, এ সময় সংঘর্ষে কমপক্ষে ৬৬ সেনাসদস্য নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় ৭ সেনাসদস্য নিহত হন। আরও ৫৯ জন সেনাসদস্য বাইরে সংঘর্ষে নিহত হন।
সরকার বলছে, তারা পলাতক মাচারকে খুঁজছে।

গত জুলাইয়ে মাচারকে তার মন্ত্রিসভাসহ বরখাস্ত করা হয়। এরপর মাচার জানিয়েছিলেন, তিনি ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। আর এখন এসপিএলএমের মধ্যে ভিন্নমতাবলম্বীদের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

দ. সুদানে অভ্যুত্থানের গুঞ্জন, সেনা সদরদপ্তরের কাছে গুলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।