ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুক্তির বিস্তারিত জানার দাবি ইউক্রেনের বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
চুক্তির বিস্তারিত জানার দাবি ইউক্রেনের বিক্ষোভকারীদের

ঢাকা: অর্থনৈতিক সাহায্যের বিনিময়ে প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ রাশিয়াকে কি দিচ্ছে তা সবিস্তারে জানার দাবি জানিয়েছেন ইউক্রেনের সরকারবিরোধী নেতারা।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সরকারের বন্ড কেনার মাধ্যমে জরুরি ঋণ সহায়তা নিশ্চিতকরণ এবং জ্বালানি গ্যাসে ছাড়ের বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে।

  এ চুক্তির ভিত্তিতেই এমন দাবি জানাল পাশ্চত্য সমর্থক সরকারবিরোধীরা।

বিরোধী পক্ষের নেতা ভিতালি ক্লিৎস্কো কিয়েভে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমর্থক বিক্ষোভকারীদের বলেন, ইয়ানুকোভিচ ইউক্রেনের স্বাধীনতার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি দেশের স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন।
প্রেসিডেন্টের প্রতি আগাম নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে ভিতালি বলেন, অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকে প্রেসিডেন্ট বলেছেন, তিনি আগাম নির্বাচন নিয়ে ভীত নন। যদি তাই হয় তবে, এই সৎ যুদ্ধে কে জেতে তার প্রমাণ করুক সে।

বিরোধী ডানপন্থী দলের নেতা ওলেহ তিয়ানিবক বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চুক্তি অস্পষ্ট, প্রেসিডেন্ট দেশের অর্থনীতির সব বিভাগকে রাশিয়ার কাছে বন্ধক দিয়েছেন।

দেশের অর্থনৈতিক সমতা বজায় রাখতে ও ঋণ পরিশোধের ঝামেলা এড়াতে ইউক্রেনের অর্থনীতিতে জরুরি ভিত্তিতে ১৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দরকার।

পুতিন ও ইয়ানুকোভিচের আলোচনার পর রাশিয়া ঘোষণা করেছে তারা ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সরকারি বন্ড কিনবে। কোনো শর্ত ছাড়াই এ সহায়তা দেওয়া হবে বলেও জানায় মস্কো।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তি দেশের বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।