ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জানুয়ারি ১২, ২০১১
গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

গাজা সিটি: অবরুদ্ধ গাজায় হামাস বাহিনীর ব্যবহৃত দুটি আবাসন ভবনে মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান থেকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার সকালে হামাসের নেতারা এ তথ্য জানিয়েছেন।



এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, যুদ্ধবিমান দিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গাজার দক্ষিণঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় এক জঙ্গি নিহত এবং একজন আহত হওয়ার এক ঘণ্টা পর আবারও আরেক ভবনে হামলা চালানো হয়।  

তবে বিমান থেকে একাধিক রকেট হামলায় চালানো হলেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই জানায়নি।

এর আগে, মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, রকেট হামলা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।