ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানীলোককে হয়রানি যুক্তরাষ্ট্রের ‘অভ্যাস’!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
মানীলোককে হয়রানি যুক্তরাষ্ট্রের ‘অভ্যাস’! বাম থেকে এপিজে আবদুল কালাম, জর্জ ফার্নান্দেস, হারদিপ পুরি, মীরা শঙ্কর, প্রফুল প্যাটেল ও শাহরুখ খান

ঢাকা: ভারতের নারী কূটনীতিককে বিবস্ত্র করে দেহ তল্লাশি ও হাজতে পাঠিয়ে ফের সমালোচনা কুড়ালো যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ‘সমৃদ্ধ’ রাষ্ট্র হলেও আচরণের দিক থেকে বিশ্বের মোড়ল রাষ্ট্রটি কতটুকু ‘সমৃদ্ধি’ অর্জন করতে পেরেছে বা আদৌ পেরেছে কিনা- এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেক দিন থেকে।



গত বৃহস্পতিবার ভারতের নিউইয়র্ক কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে বিবস্ত্র করে দেহ তল্লাশির পর হাজতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে জামিনের আগে মাদকসেবীদের সঙ্গে হাজতবাসে বাধ্য হন দেবযানী।

একজন নারী কূটনীতিকের সঙ্গে এ ধরনের অবমাননাকর আচরণের জবাবে ইতোমধ্যেই পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ভারত। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তা প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিশেষ সুবিধাগুলো স্থগিত করার শুরু করেছে ভারত।

পর্যবেক্ষকরা বলছেন, মোড়ল যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে এমন পাল্টা জবাব আর কেউ দিতে পারেনি।

তবে, এমন পাল্টা জবাবেও যুক্তরাষ্ট্র নিজেদের আচরণে ‘উন্নয়নের’ ছোঁয়া লাগাবে কিনা সে প্রশ্ন থেকেই যাবে!

কারণ, এর আগে বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ও ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, ভারতের বেশ কয়েকজন মন্ত্রী, কূটনীতিক ও তারকা ব্যক্তির সঙ্গেও এমন অবমাননাকর আচরণ করেছেন যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টের কর্মকর্তারা। এসব ঘটনার জবাবে পর্যাপ্ত জবাব পেলেও সেই আগেরই ‘গোয়ার্তুমি’ ধরে রেখেছে কথিত ‘উন্নত’ রাষ্ট্রটি।

সংবাদ মাধ্যমগুলো ঘেঁটে দেখা যায়, ২০০৯ সালে দিল্লি এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রের একটি বিমানে চড়ে নিউইয়র্কে যাওয়ার সময় ওই বিমানে সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি এবং দেহ তল্লাশি করেন বিমানের (মার্কিন নাগরিক) কর্মকর্তারা।

সেবার নয়াদিল্লির পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি নিন্দা জানানো হলেও ‘বদঅভ্যাস’ ছাড়তে পারেনি যুক্তরাষ্ট্র।

দুই বছরের মাথায় ২০১২ সালের ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময় নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে দুই বার এপিজে আবদুল কালামের দেহ তল্লাশি করা হয়।

অবশ্য, দ্বিতীয় দফা হয়রানির পরের দিন রাতেই ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ৮০ বছর বয়সী এপিজে কালামের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠায় মার্কিন প্রশাসন।

এর আগে, ২০০৯ সালের শুরুতে বিশ্ব নন্দিত বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিউইয়র্ক এয়ারপোর্টে ২ ঘণ্টা আটকে রাখা হয়। ইয়েল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য নারী ধনকুবের নিতা আম্বানি ও তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত বিমানে করে সেবার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন শাহরুখ।

এই শাহরুখকেই ফের গত বছরের ১৩ এপ্রিল নিউইয়র্কের হোয়াইট প্লেইনস এয়ারপোর্টে আটকে রেখে দেহ তল্লাশি করা হয়।

যুক্তরাষ্ট্র এমন আচরণ করে দুঃখ প্রকাশ করার অভ্যাস করে ফেলেছে বলে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেসকেও দুইবার বিবস্ত্র করে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে তল্লাশি করা হয়। ২০০২ সালের প্রথম দিকে এই ন্যাক্কারজনক ঘটনার পর ২০০৩ সালের মধ্যভাগে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় মার্কিন কর্তৃপক্ষ। দু’বারই মার্কিন সরকারের আমন্ত্রিত অতিথি হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ফার্নান্দেস।

সেসব ঘৃণ্য ঘটনার বর্ণনা অবশ্য মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর স্ট্রোব ট্যালবটের কাছে বর্ণনা করেছিলেন ফার্নান্দেস।

২০১০ সালে একটি কূটনৈতিক সফরের সময় মিসিসিপি এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্করের দেহে তল্লাশি চালানো হয়। শাড়ি পরিধানের কারণে শীর্ষস্থানীয় ওই নারী কূটনীতিকের দেহে সন্দেহজনকভাবে এই তল্লাশি চালানো হয় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

২০১০ সালের সেপ্টেম্বরে শিকাগো এয়ারপোর্টে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রফুল প্যাটেলের দেহে তল্লাশি চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পাগড়ি খুলতে অস্বীকৃতি জানানোয় ২০১০ সালে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হারদিপ পুরিকে টেক্সাসের হাউস্টন এয়ারপোর্টের একটি কক্ষে ৩০ মিনিট আটকে রাখা হয়।

তবে, ভারতীয় নাগরিকদের মতো এখন দেশটির রাজনীতিবিদরাও মনে করছেন, যুক্তরাষ্ট্রের এমন আচরণের লাগাম টেনে ধরতে এখনই মোক্ষম জবাব দিতে হবে। নতুবা এ রকম ঔদ্ধত্য দেখিয়েই যাবে দেশটির বেপরোয়া ‘নিরাপত্তা বাহিনী’।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।