ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মানবাধিকার লঙ্ঘন মধ্য আফ্রিকায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, ডিসেম্বর ১৯, ২০১৩
মানবাধিকার লঙ্ঘন মধ্য আফ্রিকায়

ঢাকা: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) গত দুই দিনে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এর মাধ্যমে দেশটিতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তারা জানিয়েছে, সংকটের সময় দেশটির সব দলই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড, অঙ্গহানি, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভবন ধ্বংস করা, বিপুল জনগোষ্ঠীকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার মতো অপরাধ সংঘটিত হয়েছে সেখানে।  

দেশটির রাজধানী বানগুয়াইয়ে গত ৫ ডিসেম্বর থেকেই জাতিগত সহিংসতা শুরু হয়েছে। ওইদিন সকালে অ্যান্টি বলাকা সংগঠনের খ্রিস্টান মিলিশিয়ারা বাড়িতে গিয়ে অন্তত ৬০ মুসলিমকে হত্যা করে। এ হামলার প্রতিবাদে মুসলিম বিদ্রোহী গোষ্ঠী সেলেকা খ্রিস্টানদের ওপর হামলা চালায়।

এ সংঘর্ষেই গত দু’দিনে দেশটিতে ১ হাজার মানুষ নিহত হয়েছে। আর গৃহহীন হয়েছে ৬ লাখ ১৪ হাজার মানুষ। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার চারভাগের এক ভাগ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।