ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশে নক্ষত্র জরিপকারী ‘গাইয়া’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
মহাকাশে নক্ষত্র জরিপকারী ‘গাইয়া’

ঢাকা: ছায়াপথের তারকারাজিগুলোর অবস্থান শনাক্ত করতে গাইয়া নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইউরোপ। গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ৯টা ১২ মিনিটে ফ্রেঞ্চ গায়ানা থেকে গাইয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

অন্যতম উচ্চাকাঙ্ক্ষার মহাকাশ মিশন হিসেবে ভাবা হচ্ছে গাইয়া স্যাটেলাইট মিশনকে। ৬ হাজার ২০০ লাখ মার্কিন ডলারে ব্যয়ে ২০ বছর ধরে চেষ্টা চালানোর পর সফলভাবে গাইয়া উৎক্ষেপণ করেন ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা।

গাইয়া উপগ্রহ বিশেষ ধরনের ক্যামেরা সংযুক্ত রয়েছে। ১০০ কোটিরও বেশি নক্ষত্রের অবস্থান ও দূরত্ব সনাক্ত করতে পাঠানো হয়েছে গাইয়াকে।

গাইয়াই প্রথমবারের মতো আমাদের ছায়াপথ মিল্কিওয়ের বাস্তব ছবি পাঠাবে। শুধু তাই নয়, গাইয়ার বদ্যনতায় আগে দেখা না পাওয়া হাজারো বস্তু দেখা যাবে, দেখা যাবে নতুন নতুন গ্রহ ও উল্কাপিণ্ড।

গাইয়া মিশন সফল হলে বিশ্বজগতের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে সূত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।