পোর্ট-অ-প্রিন্স: হাইতির আজ সেই বিপর্যয়ের দিন, গত বছর এদিনই (১২ জানুয়ারি) ভয়াবহ ভূমিকম্পে দেশটির দুই লাখ ২২ হাজার মানুষ নিহত হয়। বুধবার প্রথম সেই মানুষদেরই স্মরণ করছে হাইতি।
এ উপলক্ষে মঙ্গলবার ও বুধবার এই দুই দিনের শোক চলছে দেশটিতে।
পরপর বেশ কয়েকটি বিপর্যয় নেমে আসে হাইতিতে। ভয়াবহ ভূমিকম্প, কলেরা, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি লেগেই রয়েছে। এখনো খোলা আকাশের নিচে বাস করছে লাখ লাখ মানুষ করছে। তাদের কারুরই ঘরবাড়ি নেই।
নিহত ব্যক্তিদের সম্মানে বুধবার বিকেল ৪টা ৫৩ মিনিটে এক মিনিট নিরবতা পালন করা হয়। ঠিক এই সময়েই ভূমিকম্পটি হাইতিতে আঘাত হেনেছিল।
দীঘ ১২ মাস পার হলেও হাইতির জনগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
প্রায় ৮ লাখ মানুষ এখনো খোলা আকাশের নিচে তাঁবুতে বাস করছেন। তাদের ন্যুনতম মৌলিক চাহিদাও পূরণ হচ্ছে না। খাদ্য, বিশুদ্ধ পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ফলে কলেরায় প্রায় তিন হাজার মানুষ মারা গেছে।
হাইতির ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এখনো উঠে দাঁড়ায়নি। দেশটির পুনর্গঠনে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিনটনসহ অসংখ্য ব্যক্তিত্ব।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১