ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএইএকে সামরিক স্থাপনা পর্যবেক্ষণ করতে দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
আইএইএকে সামরিক স্থাপনা পর্যবেক্ষণ করতে দেবে ইরান আলি আকবর-সালেহি

ঢাকা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) নিজ দেশের সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করতে দিতে সম্মত হয়েছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান  আলি আকবর সালেহি এক বিবৃতিতে নিজেদের সম্মতির কথা জানান।

সাহেহির বিবৃতির বরাতে আধা রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, স্বচ্ছতার খাতিরে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে করা চুক্তির শর্তে ইসলামিক প্রজাতন্ত্র নিজস্ব ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনা পর্যবেক্ষণে আইএইএকে অনুমতি দেবে।

বিশ্ব শক্তিধর ছয় রাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইরান ‘জয়ী’ হয়েছে বলে জানান আকবর সালেহি।

গত মাসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে চুক্তিতে পৌঁছে বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্র। ‍

ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স রাশিয়া, চীন ও জার্মানির চুক্তির প্রশংসা আন্তর্জাতিক সম্প্রদায় করলেও ইসরায়েলে তার নিন্দা জানায়। চুক্তিকে ‘ঐতিহাসিক’ ভুল হিসেবে অভিহিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।