ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইভরি কোস্টে গুলিতে ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জানুয়ারি ১২, ২০১১

আবিদজান: আবিদজানের অ্যাবোবো জেলায় গুলিতে কমপক্ষে পাঁচজন পুলিশ নিহত হয়েছেন। এর একদিন আগে এখানে আরও চারজন নিহত হন বলে পুলিশ সূত্রে জানা যায়।



ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করার পর এ পাঁচ পুলিশ নিহত হন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়।

আবিদজানের পাশ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার রাতভর এবং বুধবার সকালে বন্দুকের গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শী জানান। ওই এলাকা আইভরি কোস্টের ক্ষমতাসীন লুরা বাগবোর বিরোধী ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নেতা অ্যালাসানে ওয়াতাওয়ার অনুগতদের শক্ত ঘাঁটি।

উত্তেজনাপূর্ণ এ অঞ্চলে বাগবোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী (এফডিএস) এবং সশস্ত্র বাহিনী মোতায়েনের পর মঙ্গলবার সেখানে দুই বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ নিহত হন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।