ঢাকা: শেষ পর্যন্ত দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে বহুল আলোচিত আম আদমি পার্টি (এএপি)। ক্ষমতাসীন কংগ্রেসের সমর্থন নিয়ে ভারতের রাজধানীতে সরকার গঠনের সিদ্ধান্ত নেয় দলটি।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে সরকার গঠনের ঘোষণা দেয় দলটি। রাজনীতির মাঠে প্রবেশের এক বছরের মাথায় ভারতের রাজধানী এলাকার ক্ষমতায় বসতে যাচ্ছে সাবেক সরকারি কর্মকর্তা অরবিন্দ কেজরিওয়ালের দলটি।
৪ ডিসেম্বর নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৮টি আসন পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে এএপি। আর ক্ষমতাসীন কংগ্রেস পায় মাত্র আটটি আসন। বাকি দুটি আসনের একটি বিজেপির একটি শরিক দল ও অন্যটি এক স্বতন্ত্র পার্থী পান। এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন ৩৬টি আসন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর সরকার গঠনে যাবে না বলে জানিয়েছিল এএপি। বিজেপি ও এএপি উভয় দলই বিরোধী দলে থাকার ঘোষণা দেন।
অবশেষে এএপির সরকার গঠনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। এসব প্রশ্নের সমুচিত জবাব দিতে সরকার গঠনে আগ্রহ দেখান দুর্নীতিবিরোধী আন্দোলনে গান্ধীবাদী আন্না হাজারের সহযোদ্ধা কেজরিওয়াল। সরকার গঠনের ব্যাপারে দিল্লির জনগণের ইতিবাচক সাড়া পেয়েছে এএপি।
সরকার গঠন নিয়ে গত কয়েক দিন ধরে জনমত বিশ্লেষণ নেওয়ার পর জরুরি বৈঠকের পর সরকার গঠনের সিদ্ধান্তে আসে এএপি।
সরকার গঠনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লে.গভর্নর নাজিব জংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রামলীলা ময়দানে শুক্রবার দিল্লি বিধান সভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। দলের নেতা মনীশ সিসোদিয়া জানিয়েছেন, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।
এরইমধ্যে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত এএপিকে শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর