ঢাকা: খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দোরা জেলার ওই বোমা হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।
বুধবার ওই বোমা হামলায় হতাহতদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের বলে জানিয়েছেন পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা।
বিশ্বের অন্যান্য দেশের মতো ইরাকজুড়েও উদযাপিত হচ্ছে ক্রিসমাস দিবস।
তবে হামলা চালানোর দায় কেউ স্বীকার করেনি। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে গির্জায় লক্ষ্য করে ইরাকে হামলা বেড়ে যায়।
২০১০ সাল বাগদাদে ক্যাথলিক ক্যাথেড্রালে বন্দুকধারীদের গুলিতে অর্ধশতাধিক জন নিহত হন।
চলতি বছরকে ২০০৮ সালের পর ইরাকে সবচেয়ে সাম্প্রদায়িক সহিংসতাপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি বছরজুড়ে বিভিন্ন হামলায় ৬ হাজার জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।
অধিকাংশ সময় হামলা হয় শিয়া ও সংখ্যালঘু সুন্নিদের ওপর। হামলার জন্য একে অপরকে বিভিন্ন সময় দোষারোপ করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর