ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বযুদ্ধের বিতর্কিত সমাধি পরিদর্শন জাপানি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
বিশ্বযুদ্ধের বিতর্কিত সমাধি পরিদর্শন জাপানি প্রধানমন্ত্রীর

ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের বিতর্কিত সমাধিস্থল ইয়াসুকুনি পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় বিতর্কিত সমাধিস্থলটি পরিদর্শন করলেন তিনি।



সমাধিস্থল পরিদর্শনকালে শিনঝো অ্যাবে জানান, আর কখনো যাতে সাধারণ জনগণ যুদ্ধের ভয়াবহতার শিকার না হয়, এ ব্যাপারে তার দেশের অঙ্গীকার ও সিদ্ধান্তের কথা জানাতেই তিনি এ পরিদর্শন করলেন।

একইসঙ্গে বিতর্কিত সমাধিস্থলটি পরিদর্শনের মাধ্যমে চীনা অথবা দক্ষিণ কোরিয়ান নাগরিকদের মনে আঘাত করতে চাননি বলেও দাবি করেন জাপানি প্রধানমন্ত্রী।

অবশ্য, সমাধিস্থলে শিনঝো অ্যাবের বিতর্কিত এ সফরের নিন্দা জানিয়ে এটা ‘চীনা জনগণের কাছে একদমই অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে বেইজিং।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চীন ও দক্ষিণ কোরিয়া অঞ্চলে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেওয়ায় যুদ্ধ শেষে বেশ কিছু জাপানি যুদ্ধাপরাধীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের পর ওই যুদ্ধাপরাধীদের ইয়াসুকুনি সমাধিস্থলেই সমাহিত করা হয়। চীনা ও দক্ষিণ কোরিয়ান নাগরিকদের কাছে ওই সমাধিস্থলটি কুখ্যাত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় পৌনে শতাব্দী পর সেই সমাধিস্থলে সম্মান জানাচ্ছে দেশটির নাগরিকরা।

তবে, শিনঝো অ্যাবের সফর ও জাপানি নাগরিকদের এ ধরনের স্মরণানুষ্ঠানকে টোকিও’র যুদ্ধকালীন আগ্রাসনের নিদর্শন বলেই বিবেচনা করছে বেইজিং ও সিউল।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।