ঢাকা: দীর্ঘ দিনের বিতর্কের পর এক সন্তান নীতি শিথিল করল চীন। নতুন নিয়মে চীনারা সর্বোচ্চ দুই সন্তান নিতে পারবেন।
চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্থায়ী কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে।
গত নভেম্বরে কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর সন্তান গ্রহণ নীতিতে পরিবর্তন আনা হলো।
কংগ্রেসের ছয়দিন ব্যাপী বৈঠকের দীর্ঘদিন ধরে চলে আসা এক সন্তান নীতিতে পরিবর্তনের ঘোষণা আসে। তবে প্রস্তাবটি কার্যকর হতে আইনসভার আনুষ্ঠানিক অনুমোদন লাগবে।
জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ১৯৭০ এর দশকে এক শিশু নীতি প্রয়োগ করে চীন।
কিন্তু এ নীতি ব্যাপকভাবে সমালোচিত হতে থাকে। দেশের নেতারাও শঙ্কা করেন, বয়স্ক জনসংখ্যায় শ্রমশক্তিও কমে যাবে, একই সঙ্গে বেড়ে যাবে বয়স্কদের সেবা নেওয়ার বিষয়টি।
ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে দেশটির এক চতুর্থাংশের বেশি জনসংখ্যার বয়স ৬৫’র ওপরে হবে।
সমগ্র চীনে কঠোরভাবে মানা হয় এক সন্তান নীতি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোসহ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর