ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কায় দ. সুদানের বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কায় দ. সুদানের বিদ্রোহীরা

ঢাকা: দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগে যথাযথ আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দক্ষিণ ‍সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচার।



তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধে সরকার সম্মত-সকারের এমন ঘোষণার পরেই নিজেদের দ্বিধা কথা জানালেন ম্যাচার।

শুক্রবারে আপার নীল রাজ্যে মালাকাল শহরে সংঘর্ষ হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী দল দক্ষিণ সুদানে পৌঁছেছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট কিরকে উৎখাতের চেষ্টা চালান। ওই ব্যর্থ অভ্যুত্থান সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের সমর্থনকারীরা চালিয়েছেন বলে অভিযোগ বর্তমান প্রেসিডেন্টের।

অভ্যুত্থানের পর হাজারের বেশি লোক নিহত হয়। আশ্রয়চ্যুত হয়েছেন কয়েক হাজার লোক।   কয়েক হাজার লোক রাজধানী জুবায় জাতিসংঘের মিশনে আশ্রয় নিয়েছেন।

ম্যাচার বলেছেন, তার দল আলোচনার জন্য প্রস্তুত কিন্তু যুদ্ধবিরতি বিশ্বাসযোগ্য হতে হবে। যথার্থভাবে নজরদারি করতে হবে।

নজরদারি নিশ্চিত না করা পর্যন্ত তা একপক্ষীয় যুদ্ধবিরতি হবে বলে জানান তিনি। আলোচনার শর্ত হিসেবে আটক ১১ বিদ্রোহীর মুক্তি দাবি করেছেন ম্যাচার।


বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।