ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি জনাকীর্ণ বাজারে সরকারি বাহিনীর বিমান থেকে বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
তবে সন্ত্রাসীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন সিরীয় কর্মকর্তারা।
আলেপ্পো শহরে বিমান হামলা শুরুর পর থেকে গত দুই সপ্তাহে ৪০০ জন নিহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
এদিকে সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত থাকলে আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল কোয়ালিশন।
সরকারি বাহিনীর এসব ব্যারেল বোমা (তেলের ড্রাম কিংবা বিস্ফোরকভর্তি সিলিন্ডার) হামলার নিন্দা জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের হামলাকে অবৈধ ও বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেছে।
সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের (বিদ্রোহী) লক্ষ্য করে এসব হামলা চালানোর কথা বলা হলেও প্রায়ই এসব হামলা আবসিক এলাকা ও শপিং মল কিংবা জনাকীর্ণ বাজার লক্ষ্য করে চালানো হচ্ছে বলেও মন্তব্য করে মানবাধিকার সংগঠনগুলো।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সালের মার্চে শুরু হওয়া সরকার বিরোধী এ বিদ্রোহে এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
২০১২ সালের মাঝামাঝি এসে আলেপ্পো শহরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সিরিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত শহরটি সরকারি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ভাগ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর