ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে বোমা হামলায় ১৫ দিনে নিহত ৫১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
আলেপ্পোতে বোমা হামলায় ১৫ দিনে নিহত ৫১৭

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারি বিমান থেকে নিক্ষেপিত ব্যারেল বোমা হামলায় ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৫১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা।

বিদ্রোহীদের সমর্থক বলে পরিচিত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে ১৫১ শিশু ও ৪৬ জন নারী রয়েছেন।

বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বিদ্রোহী বাহিনীর নিয়মিত সংঘর্ষস্থলে পরিণত হয়েছে।  

এদিকে, নরওয়ের একটি রণতরি ধ্বংসের জন্য সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রগুলো সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে ইতালিতে নিয়ে যাওয়া হবে।

সেখান থেকে একটি মার্কিন রণতরি অস্ত্রগুলো আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাবে। সেখানে বিশেষভাবে নির্মিত টাইটেনিয়ামের ট্যাংকের মাধ্যমে রাসায়নিক অস্ত্রগুলো ধ্বংস করা হবে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। এটা দ্রুতগতিতে করার জন্য ইতোমধ্যে তারা সিরিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার আলেপ্পোর একটি সবজি বাজারে সরকারি বাহিনীর বিমান থেকে বোমা হামলায় ২৫ জন নিহত হন। আহত হন অনেকেই।

তবে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেন সরকারি কর্মকর্তারা।

দেশটির সরকারের জানিয়েছে, দেশের সবচেয়ে বড় শহর ও এক সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আলেপ্পোর অধিকাংশ স্থান বিদ্রোহীরা দখল করে রাখায় তারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া সরকারবিরোধী বিদ্রোহে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

২০১২ সালের মাঝামাঝি এসে আলেপ্পো শহরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সিরিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত শহরটি সরকারি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ভাগ হয়ে যায়।  

* সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২১

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।