তিউনিশ: তিউনিশিয়ার রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে। সপ্তাহজুড়ে বিক্ষোভ এবং নতুন করে শুরু হওয়া সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় সেনা মোতায়েনও করা হয়।
বুধবার স্থানীয় সময় রাত আটটা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত কারফিউ জারি রাখার নির্দেশ দেওয়া হয়।
খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বেকারত্বকে কেন্দ্র করে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে বুধবার সশস্ত্র যান ও ট্রাক নিয়ে রাজধানীতে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
তারপরও বুধবার নতুন করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যর্থ হয় সেনাবাহিনী। এসময় শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়ে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানান।
সপ্তাহজুড়ে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ থেকে ৫০ জন নিহত হন। এ ঘটনায় চাপের মুখে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাজ কাচেমকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানাউচি। একইসঙ্গে পুলিশের মাত্রাতিরিক্ত গুলি চালানোর ঘটনার তদন্তেরও আশ্বাস দেওয়া হয়।
বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার হওয়া অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে মুক্তি দেয় সরকার। তবে যারা ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত ছিলো তাদের মুক্তি দেওয়া হয়নি।
ইউরোপিয় ইউনিয়নসহ জাতিসংঘের মানবাধিকার প্রধান এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১