তিউনিশ: তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বিন আলি শুক্রবার তার দেশের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
একইসঙ্গে তিনি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দুর্নীতি, বেকারত্ব ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বিক্ষোভ ও দাঙ্গার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে বিন আলি ঘোষণা দেন তিনি ২০১৪ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। ১৯৮৭ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। এদিকে, বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্টকে দ্রুত ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
ডাক্তাররা জানান, রাজধানী তিউনিশে রাতভর সংঘর্ষে ১৩ জন মারা গেছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাইরে শুক্রবার পাঁচজনকে হত্যা করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ৬০ জনের বেশি লোক গত কয়েক সপ্তাহের সংঘর্ষে মারা গেছে।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১