ইদুক্কি: ভারতের কেরালার ইদুক্কি জেলার সাবারিমালা পার্বত্য এলাকায় পদদলিত হয়ে কমপক্ষে ১০৪ জন তীর্থযাত্রী নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার ভোরে পুলিশ ও গণমাধ্যম একথা জানায়।
সাবারিমালার থেকে হাজার হাজার তীর্থযাত্রী শুক্রবার বিকেলে পুঁজা শেষে ফেরার পথে ওই দুর্ঘটনায় পড়ে।
সাবারিমালার স্পেশাল কমিশনার রাজেন্দার নায়ার এনডিটিভিকে জানান, সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে কমপক্ষে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
সাবারিমালা পুলিশ নিয়ন্ত্রিত এলাকার পাশে পার্বত্য এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চালাতেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
কেরালার শিক্ষামন্ত্রী এমএ বেবি এনডিটিভিকে জানান, একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের ওপর গিয়ে পড়ে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে এবং হুড়াহুড়িতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে অধিকাংশ মানুষ পদদলিত হয়ে মারা গেছেন বলে মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, ‘ইদুক্কি একটি পার্বত্য এলাকা। রাত ৮টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা হতাহতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ’ তিনি জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই তামিল নাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও কেরালার।
কেরালার মন্দিরবিষয়ক মন্ত্রী কোরাল পল্লী রামচন্দ্র জানান, এটি একটি ঢালু পাহাড়ি এলাকা। একটি জীপের চাকা মাটির মধ্যে দেবে গেলে লোকজন সেটা টেনে তুলতে চেষ্টা করে। এসময় চীপটি উল্টে ঢালু রাস্তা দিয়ে নিচে গড়িয়ে পড়তে থাকে। এতে অনেকে এর নিচে চাপা পড়ে। এরপরই শুরু হয় হুড়াহুড়ি। এতে পদদলিত হয়ে তীর্থযাত্রীদের মৃত্যু হয়।
প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্তোনি উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ডিরেক্টর জেনারেল অব কেরালা পুলিশ এবং অন্যান্য উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
বাংলাদেশ সময়: ০৮৫৫ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১