ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আফগানিস্তানের পরিস্থিতি শান্ত করতে সহযোগিতামূলক সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা আলোচনা করেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে।
পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে জঙ্গি সংগঠন তালেবান ও আল কায়েদার হামলা চালানোর সামর্থ্য নির্মূল করতে হবে আর এর সঙ্গে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারটা জড়িত বলে যুক্তরাষ্ট্র মনে করে।
হোয়াইট হাউস থেকে জানানো হয়, দুই নেতার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পরস্পরকে সহযোগিতা করার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এদিকে, চলতি বছরের কোনো এক সময় ওবামা পাকিস্তান সফরে আসবেন বলে জারদারির কাছে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন পেসিডেন্ট।
উল্লেখ্য, সদ্য প্রয়াত আফগানিস্তান এবং পাকিস্তানের বিশেষ দূত রির্চাড হলব্রুকের স্মরণ সভায় যোগ দিতে জারদারি ওয়াশিংটন যান।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১