ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সপরিবারে সৌদি পালালেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, জানুয়ারি ১৫, ২০১১
সপরিবারে সৌদি পালালেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট

তিউনিশ: তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বিন আলি বিক্ষোভের মুখে সপরিবারে সৌদি আরবে পালিয়ে গেছেন। টানা ২৩ বছর তিনি দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।

খবর বিবিসির।

বেকারত্ব, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অর্থনৈতিক অচলাবস্থা ইত্যাদি কারণে কয়েক সপ্তাহ ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এ সময় পুলিশি দমনপীড়ন ও নির্যাতনে ৬০-এর বেশি লোক নিহত হয়েছে।

বিন আলির পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানোচি প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করেছেন। এর আগে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দায়িত্ব নিয়ে ঘানোচি বলেন, নতুন সরকার গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শনিবার কথা বলবেন।

ফ্রান্সের গণমাধ্যম প্রকাশ করেছে, বিন আলি ফ্রান্সে তার বিমান নিয়ে অবতরণ করতে চাইলে প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তা নাকচ করে দেন।

এদিকে, সৌদি বাদশাহর প্রাসাদ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার খুব সকালে বিন আলি সৌদি আরবে আশ্রয় নেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।