ওয়াশিংটন: মার্কিন প্রেসিন্ডেট বারাক ওবামা এক বার্তায় সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশ ও এর রাজধানী ব্রিসবেনে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে সমবেদনা জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয় ।
শুক্রবার রাতে হোয়াইট হাউসের দেওয়া এই বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্র সহায়তা দেওয়াার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, গত এক সপ্তাহে দেশটির স্মরণ কালের ভয়াবহ বন্যায় কুইন্সল্যান্ড প্রদেশের ৮০টিরও বেশি শহর প্লাবিত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত ও ২০ নিখোঁজ রয়েছে । এছাড়া ২৬ হাজারের বেশি বসতি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ব্যাপাক আকারে গাছপালা, পশুপাখি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১