ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিউবার জন্য ভিসা সহজ করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
কিউবার জন্য ভিসা সহজ করলেন ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার কিউবার নাগরিকদের ভিসা, রেমিট্যান্স ও ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহজ করেছে। দীর্ঘদিন ধরে অধিষ্ঠিত কমিউনিস্ট হাভানার সরকারকে দুর্বল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খবর এএফপির।

এ উদ্যোগে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ধর্মীয়, শিক্ষাসংক্রান্ত ভ্রমণের উদ্দেশ্যে যে কোনো মার্কিন বিমানবন্দর তার স্বীকৃত ফাইট হাভানায় যেতে পারবে। বুশ প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় থাকা সাংস্কৃতিক তৎপরতাও এর মাধ্যমে শুরু হচ্ছে।

হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপে মাধ্যমে মানুষে-মানুষে যোগাযোগ বাড়বে, কিউবার সুশীল সমাজকে সমর্থন দেওয়া হবে, তথ্যের আসা-যাওয়ার ক্ষেত্রে স্বাধীনতা বাড়ানো হবে। একইসঙ্গে কিউবার কর্তৃপক্ষ থেকে সেদেশের জনগণের স্বাধীনতা অর্জনে সহায়তা করা হবে। ’

এতে আরও বলা হয়, ‘কিউবার বিভক্ত বিভিন্ন পরিবারকে পুনরেকত্র করতে প্রেসিডেন্টের এপ্রিল ২০০৯-এর কর্মতৎপরতার ওপর বিভিন্ন ভিত্তি করে এ পদেক্ষপ নেওয়া হয়েছে। কিউবার জনগণের সঙ্গে টেলিযোগাযোগের উন্নতি ও কিউবায় মানবিক সহায়তা বাড়াতে এটা কাজ করবে। ’

ওবামা সব আন্তর্জাতিক বিমানবন্দরকে কিউবায় চলাচল করতে পারবে। এর আগে, কেবল নিউইয়র্ক, মিয়ামি ও লসঅ্যাঞ্জেলেসে বিমানবন্দরগুলো এ সুবিধা পেত।

ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর ১৯৬০ সালে কিউবার বিরুদ্ধে আরোপ করে যুক্তরাষ্ট্র। কিউবায় বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।