লন্ডন: বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় বাইবেল পাঠ করতেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্লেয়ারের সাবেক প্রেস সচিব অ্যালিস্টার ক্যাম্পবেল তার ডায়েরিতে এমনটাই লিখেছেন।
ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ব্রিটেনের পক্ষ থেকে প্রথম বোমাটি আঘাত হানার আগের রাতেও বাইবেল পাঠে মগ্ন ছিলেন। দ্য গার্ডিয়ানে ধারাবাহিকভাবে প্রকাশিত ক্যাম্পবেলের দিনলিপিতে একথা বলা হয়েছে।
১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর জাতিসংঘের অস্ত্র পর্যবেক্ষক দলের সঙ্গে সহযোগিতা না করার শাস্তি হিসেবে সাদ্দামের ওপর বোমা হামলা চালানো হয়। ব্রিটেনের পক্ষ থেকে বোমা হামলা চালানোর আগ মুহূর্তে ডায়েরিতে ক্যাম্পবেল লিখেন, ‘গত রাতে তিনি বাইবেল পাঠ করেছেন বলে ব্লেয়ার আমাকে জানান। এমন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায়ই তিনি বাইবেল পাঠ করে থাকেন। এসময় তিনি ব্যাপ্টিস্ট জন ও হেরোড সম্পর্কে পড়েন কারণ তারা তার চিন্তার খোরাক জোগান। যদিও তারা ব্লেয়ারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেননি। ’
২০০৩ সালে ইরাকে হামলাসংক্রান্ত ‘চিলকট’ তদন্তের সামনে দ্বিতীয়বারের মতো ব্লেয়ারের উপস্থিত হওয়ার কয়েকদিন আগে ব্লেয়ারের মানসিক অবস্থার বিষয়টি প্রকাশিত হলো।
দুই বছর ধরে অর্থাৎ গত লেবার সরকারের সময় থেকেই ধারাবাহিকভাবে ক্যাম্পবেলের এ দিনলিপি প্রকাশিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১