তিউনিশ: তিউনিশিয়ার পূর্বাঞ্চলের মোনাসতির কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪২ জন কয়েদি মারা গেছেন। শনিবার হতাহতের এ ঘটনা ঘটে বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেন।
তিউনিশের ১৬০ কিলোমিটার দক্ষিণের মোনাসতির ফাতুমা বুরগুইবা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. আলি চাতলি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত ৩১টি মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে। আরও ১১টি নেওয়া হচ্ছে। ’
এক কয়েদি তাদের শয়নকক্ষের তোষকে আগুন ধরিয়ে দেওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে বলে চাতলি জানান। এ সময় সেখানে থাকা প্রায় ৯০ জন কয়েদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় মারাত্মকভাবে আগুনে পুড়ে এবং শ্বাস বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয় বলে চাতলি জানান। একইসঙ্গে কারাগারের বাইরে গুলির শব্দে কয়েদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিউনিশিয়ায় সপ্তাহব্যাপী প্রতিবাদ ও দেশটির প্রেসিডেন্ট উচ্ছেদের ঘটনার পর পরই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১