ঢাকা: সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘অভ্যুত্থান ষড়যন্ত্রে’ দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত তুরস্কের সেনাবাহিনীর কয়েকশ’ কর্মকর্তার পুনর্বিচারের কথা বিবেচনা করছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী রিস্যেপ তায়্যিপ এরদোগানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
‘সরকারকে ক্ষমতাচ্যুত করতে মূলত পুলিশ ও বিচার বিভাগ থেকেই এই সেনাকর্মকর্তাদের ওপর চাপ দেওয়া হয়েছে’ বলে প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মন্তব্য করার পর এ খবর এলো।
প্রসঙ্গত, সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দায়ের করা দু’টি মামলায় ২০১২ ও ২০১৩ সালে দেশটির কয়েক শতাধিক সেনাকর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়।
সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা মনে করছেন, সরকারের এই ঘোষণা দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রী রিস্যেপ তায়্যিপ এরদোগান বলেন, আমরা পুনর্বিচার করতে চাইছি, এ জন্য প্রথমে আইনি ভিত দাঁড় করতে হবে।
এরদোগান সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি সৃষ্ট গোলাটে পরিস্থিতেই নতুন এই খবর এলো।
মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের আটক করার পর এরদোগান অভিযোগ করেন, পুলিশ ও বিচার বিভাগের মদতে তার সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে।
ছেলেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশটির স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়সহ ৫টি প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পদত্যাগ করেন।
বিবিসির ইস্তাম্বুল প্রতিনিধি জেমস রেনল্ডস বলেন, একসময় সেনাবাহিনীর ব্যাপারে কঠোর অবস্থানে থাকা এরদোগানের এই সিদ্ধান্ত খোদ সেনাবাহিনীর জন্যই বিস্ময়ের।
উল্লেখ্য, মোস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত আধুনিক ধর্মনিরপেক্ষ দেশটিতে গত এক দশক ধরে সরকার পরিচালনা করছে ইসলামপন্থি দল একে পার্টি।
কিন্তু স্বৈরাচার ও ধর্মনিরপেক্ষ আদর্শে গড়ে ওঠা দেশটির সেনাবাহিনী বরাবরই গণতান্ত্রিক ও ইসলামপন্থি সরকারের রাষ্ট্র পরিচালনা মেনে নিতে অপ্রকাশ্যে অস্বীকৃতি জানিয়ে আসছে।
১৯৬০ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুর্কি রাষ্ট্র পরিচালনা থেকে ৪টি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
এরদোগান সরকারের প্রথম দফা ক্ষমতা গ্রহণ (২০০৩) ও দ্বিতীয় দফায় সরকার পরিচালনাকালে (২০০৭) বেশ কয়েক দফা সেনাঅভ্যুত্থান ঘটিয়ে সরকার পতনের চেষ্টা চালানো হয়। তবে সেনাঅভ্যুত্থানের চেষ্টা বেশ শক্ত হাতেই প্রতিহত করে পশ্চিমা বিশ্বের সম্মানীয় নেতা এরদোগানের নেতৃত্বাধীন সরকার।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর