ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানি থেকে সুইজারল্যান্ডে পুতিন সমালোচক খোদোরকোভস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৪
জার্মানি থেকে সুইজারল্যান্ডে পুতিন সমালোচক খোদোরকোভস্কি

ঢাকা: রাশিয়ার সাবেক শিল্পপতি মিখাইল খোদোরকোভস্কি তিন মাসের ভিসায় সুইজারল্যান্ডে গেছেন।
গত মাসে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি জার্মানি যান।

সেখান থেকে স্ত্রী ও দুই ছেলেসহ সুইজারল্যান্ডে যান।

গত ২০ ডিসেম্বর পুতিনবিরোধী খোদোরকোভস্কি বিনা শর্তে মুক্তি পান।

খোদোরকোভস্কির মুখপাত্র জানান, খোদোরকোভস্কি তার স্ত্রী ও দুই ছেলেসহ ট্রেনে করে জার্মানি থেকে সুইজারল্যান্ডের বাসেলে যান।

তবে তিনি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকবেন কিনা তা স্পষ্ট করেননি তার ‍মুখপাত্র।

জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগে  ১০ বছর খোদোরকোভস্কিকে কারাভোগ করতে হয়েছে। তবে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সব মামলা-অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার বাসেল পৌঁছানোর পর খোদোরকোভস্কি সুইস টিভিকে জানান, রাজনৈতিকভাবে চক্রান্ত করে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

রাশিয়ার সব রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য প্রত্যেক সাধারণ মানুষের আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর প্রকাশ্যে উদারপন্থি বিরোধীদের সমর্থন দেওয়া শুরু করেন খোদোরকোভস্কি।
 
২০০৫ সালে করফাঁকি, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ এনে খোদোরকোভস্কি আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মুক্তির দুই বছর আগে আবারও তাকে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত কারাদণ্ড দেওয়া হয়।

আগামী আগস্ট মাসে মুক্তির কথা থাকলেও ‍সাধারণ ক্ষমা প্রার্থনা করলেও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪
সম্পাদনা: মিলিতা বাড়ৈ/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।