ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নায়াগ্রা এখন বরফপ্রপাত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
নায়াগ্রা এখন বরফপ্রপাত!

ঢাকা: তীব্র তুষারপাতে যুক্তরাষ্ট্র ও কানাডার তাপমাত্রা রেকর্ড মাত্রায় নেমে এসেছে। মঙ্গলবার নায়াগ্রায় তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি ফারেনহাইট।



শীতল আবহাওয়ার কারণে নায়াগ্রা জলপ্রপাতের পানি জমে বরফে পরিণত হয়েছে। এমন আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার ২৪ কোটি মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

বুধবার অন্টারিও থেকে নায়াগ্রা প্রপাতের কিছু ছবি ধারণ করা হয়। এসব ছবিতে দেখা যায়, জলের বদলে বরফ পড়ছে নায়াগ্রা নদীতে।



ঠাণ্ডায় ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হলেও নায়াগ্রার রূপ পরিবর্তন দেখার সুযোগ হাত ছাড়া করেননি পেশাদার আলোকচিত্রী বা পর্যটকরা। রয়টার্সের এক আলোকচিত্রীর হাতে ক্যামেরাবন্দি হয়েছে নায়াগ্রার বরফ পাতের এ দৃশ্য।

যুক্তরাষ্ট্র ও কানাডার দক্ষিণাঞ্চলে এমন অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।


স্বাভাবিক তাপমাত্রায় নায়াগ্রা জলপ্রপাতে স্বচ্ছ পানির ঝরণা ধারার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমে পর্যটকদের।


নায়াগ্রায় এর আগেও জলের বদলে বরফ পাত হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের এ ছবিটি ১৮৯০ বা ১৯০২ সালের দিকে তোলা হয়েছিল।



১৯১১-১৯১২ সালের দিকে নায়াগ্রায় বরফ জমেছিল। এই ছবিটি সে সময়ের। তবে আলোকচিত্রী অজ্ঞাত থাকায় এ ছবির সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে এখনও।


প্রচণ্ড ঠাণ্ডায় ১৯৩৬ সালে এভাবে বরফে নায়াগ্রা নদীর দুই কিনার ভরে গিয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে, পায়ে হেঁটে এক কিনার থেকে আরেক কিনারে যাচ্ছেন পর্যটকরা।
নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্টারিও অঙ্গরাজ্যে অবস্থিত ১৬৭ ফুট উচ্চতার এ জলপ্রপাতটি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।