ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকসের এক সদস্য ‘আটক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
উইকিলিকসের এক সদস্য ‘আটক’

সিয়াটল: উইকিলিকসের এক প্রতিষ্ঠাতা সদস্যকে আটক করে মার্কিন কর্মকর্তারা। আইসল্যান্ড থেকে সিয়াটলে পৌঁছানোর পর তাকে আটক করা হয় বলে ওই সদস্য নিশ্চিত করেছেন।

পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। খবর ইউপিআইয়ের।

গত সোমবার সিয়াটল-ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তার জিনিসপত্র পরীক্ষা ও প্রায় ৩০ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি সপ্তাহে জ্যাকব অ্যাপলবম নামের ওই সদস্য টুইটারে ধারাবাহিকভাবে তার আটক সংক্রান্ত বার্তা পাঠান বলে শনিবার এবিসি নিউজ জানায়।

একইসঙ্গে বিমানবন্দরে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের সদস্যরা অ্যাপলবমের কাছে তার সেলফোন ও ল্যাপটপ জব্দ করেন। কিন্তু সন্দেহজনক কিছুই না পেয়ে সত্যিকার অর্থেই তারা নাখোশ হন বলে এবিসিকে অ্যাপলবম জানান। ল্যাপটপে সাংকেতিক আকারে বিল অব রাইটস থাকলেও তারা তা কপি করতে পারেননি।

অ্যাপলবম একজন মার্কিন নাগরিক এবং এ কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ। টর প্রজেক্ট নামের একটি সফটওয়্যার প্রোগ্রাম উদ্ভাবন করেন। এ প্রোগ্রামের সাহায্যে বেনামে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করা যায়। তিনি জুলিয়ান অ্যাসাঞ্জের পরামর্শক হিসেবে কাজ করেন।

অ্যাপলবম তার আইসল্যান্ডের সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে টরন্টোতে তার অসম্পন্ন কাজ শেষ করে ফেরার সময় আবারও তাকে আটক করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।