ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকান ব্ল্যাক গণ্ডার শিকারের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
আফ্রিকান ব্ল্যাক গণ্ডার শিকারের অনুমতি

ঢাকা: আফ্রিকার দেশ নামিবিয়ায় বিলুপ্তপ্রায় ব্ল্যাক গণ্ডার শিকারের লাইসেন্স দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে সাড়ে তিন লাখ ডলারের বিনিময়ে লাইসেন্স বিক্রি করা হয়।

সম্প্রতি টেক্সাসের ডালাস কনভেনশন সেন্টারে কঠোর নিরাপত্তার মধ্যে নিলাম অনুষ্ঠিত হয়। কনভেনশন সেন্টারের বাইরে বিক্ষোভকারীরা নিলামের প্রতিবাদ করে।

নিলামের আয়োজক টেক্সাসের ডালাস সাফারি ক্লাব দাবি করে, বুড়ো-হিংস্র গণ্ডার শিকারের এর মাধ্যমে অন্য গণ্ডার প্রজাতিগুলোকে বাচিয়ে রাখতেই এই আয়োজন। এছাড়া ভবিষ্যতে প্রাণী সংরক্ষণের জন্য নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তহবিল গঠনের কথাও বলা হয়।

নিলামের পুরো অর্থই নামিবিয়া সরকারকে দেওয়া হবে। প্রথমবারের মতো আফ্রিকার বাইরে অনুষ্ঠিত নিলামে বিজয়ীর নাম নিরাপত্তার খাতিরে উল্লেখ করা হয়নি।

তবে নিলামের কিছু শর্তও জুড়ে দেওয়া হয়। যেমন: প্রতিবছর তিনটি গণ্ডারের বেশি শিকার করা যাবে না। কেবল প্রজননে অক্ষম এমন বুড়ো গণ্ডারই শুধু শিকার করা যাবে।

নিলামের আয়োজকরা জানান, ব্লাক গণ্ডার বাচ্চা গণ্ডারের জন্য ক্ষতিকর। তারা বাচ্চা গণ্ডারকে আঘাতে আঘাতে মেরেও ফেলে। এমন সিদ্ধান্তে বেশ চটেছেন পরিবেশবিদরা। তারা এজন্য নামিবিয়া সরকারের ব্যাপক সমালোচনা করেন।

নামিবিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম গণ্ডারের দেশ। সেখানে ৫ হাজার ব্ল্যাক গণ্ডারের বাস।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।