ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৭ জনের মৃত্যু

পেশোয়ার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মিনিবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সোমবার সকালে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। তবে একটি সন্ত্রাসী হামলা, টাইমবোমার সাহায্যে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।



হাঙ্গু শহরের উত্তরপশ্চিমাঞ্চলে জাওয়ারজা এলাকায় একটি পিকাপের সঙ্গে যাত্রীবাহি মিনিবাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এর আগে নিশ্চিত করা হয়েছিল দুটি গাড়ির সংঘর্ষের ফলে দুঘর্টনা ঘটে।

এদিকে, স্থানীয় পুলিশের মুখপাত্র ফাজাল নাইমও বিস্ফোরণ এবং নিহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের অর্ধেক গাড়িই গ্যাসচালিত। কেননা, গ্যাসের মূল্য পেট্রোলের অর্ধেক।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।