পেশোয়ার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মিনিবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সোমবার সকালে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। তবে একটি সন্ত্রাসী হামলা, টাইমবোমার সাহায্যে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
হাঙ্গু শহরের উত্তরপশ্চিমাঞ্চলে জাওয়ারজা এলাকায় একটি পিকাপের সঙ্গে যাত্রীবাহি মিনিবাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এর আগে নিশ্চিত করা হয়েছিল দুটি গাড়ির সংঘর্ষের ফলে দুঘর্টনা ঘটে।
এদিকে, স্থানীয় পুলিশের মুখপাত্র ফাজাল নাইমও বিস্ফোরণ এবং নিহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পাকিস্তানের অর্ধেক গাড়িই গ্যাসচালিত। কেননা, গ্যাসের মূল্য পেট্রোলের অর্ধেক।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১